Tuesday, August 4, 2009

তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম...


আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যধিগ্রস্থ- মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পর মুহূর্তেই মনে হবে যেনো
মানুষের ইতিহাসে একমাএ তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।


শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম
পবিত্র অজর।

# হুমায়ুন আজাদ

No comments:

Post a Comment