Tuesday, August 4, 2009

আর কিছুই আগের মতো থাকবে না তোমার...


আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্তে আর কালো চশমায় এতো অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোনোদিন কিছুই দ্যাখো নি।

# হুমায়ুন আজাদ

No comments:

Post a Comment