Tuesday, July 14, 2009

অথচ বৃষ্টি বহুদিন থেকে পলাতক......


একেকটা সময় আসে, যখন কারো কারো কাছে
নতজানু হওয়া যায় অসংকোচে
সে মানুষ হোক, বৃক্ষ হোক, কী পাথর
একেকটা সময় আসে, যখন নতজানু হতে হয় অসংকোচে
তখন কোন মানুষ নয়, বৃক্ষ নয়, পাথরও নয়
শুধু এককোনা বৃষ্টি, বৃষ্টির জন্য সুগন্ধ কস্তুরির কাছে
দয়াপ্রার্থী আমি
হাঁটুমুড়ে যুক্ত করকমলে বসে আছি বৃষ্টির জন্য
অথচ বৃষ্টি বহুদিন থেকে পলাতক......

#তারান্নামা মইন তানিয়া

No comments:

Post a Comment