Saturday, July 4, 2009

শাড়ি চুঁড়ি টিঁপে পুরপুরি বাঙ্গালী সে...


…সেই মেয়ে
দু’চোখে তার আকাশ হয়ে থাকে
সন্ধ্যার সোনা রোদ কপালের লাল টিঁপে
…সেই মেয়ে
আকাশের রঙ তার শাড়ি জুড়ে একাকার
মেঘ হয়ে আছে যেন একরাশ কালো চুল
......আমার হৃদয় থমকে দাঁড়ায়
......সূর্য ডোবার মত মন নিমিষে হারায়
…সেই মেয়ে
শাড়ি চুঁড়ি টিঁপে পুরপুরি বাঙ্গালী সে
একাকী হৃদয় বৃন্তে যেন ফুঁটে আছে ফুল
…সেই মেয়ে
যতটা অসাধারন বলা যায় তারও চেয়ে বেশি
অসামান্যা সে
…সেই মেয়ে
প্রেয়সী আমার... প্রেয়সী আমার...

Source : হঠাৎ বৃষ্টি [বাংলা নাটক]

2 comments:

  1. naro tar somadhi kore nori tanea ghore.perite beaer boshe nari te noy norote...... ha ha ha

    ReplyDelete
  2. Aha প্রেয়সী আমার... প্রেয়সী আমার...

    ReplyDelete