জোনাকী রাতের শেষে...আশাবাদী ভোর / দিন শেষে রাত আনে...স্বপ্নের'ই ঘোর / এইযে রাত-দিন সীমাহীন...কতো আশা / মনে জাগে কি সোহাগে...কতো না ভালোবাসা... / ...প্রিয়ো দেশ আমার...বাংলাদেশ... / ...জন্মভূমি আমার...প্রিয়ো বাংলাদেশ... (গানঃ পারভেজ)
Tuesday, June 30, 2009
বুকের বামপাশের কষ্ট...
বুকের ডানপাশে একটা ব্যাথা আছে আমার, মাঝে-মাঝে ব্যাথাটা খুব হিংস্র হয়ে ওঠে। বারবার আমাকে মনে করিয়ে দেয় তার অস্তত্বি। তার অবিরাম পদচারনায় আমি বেশ কাহিল হয়ে পরি।
ঠিক এভাবে বুকের বামপাশের ব্যাথাটাতো যন্ত্রনা করেনা, তবু এই ব্যাথাটা সবসময় আমার পাশে থাকে। যেন আমার বুকরে বামপাশেই তার বসতি। আমার কর্মব্যস্ত, চঞ্চল জীবনে ক্ষনিকের জন্য হলেও নীরবতা আনে সে জানিয়ে দেয় - আমারও কষ্ট আছে অসীম। একে আমি কোনদিন ভুলতে পারিনা। এই ব্যাথাটা আমায় কাহলি করেনা, শয্যাশায়ীও করেনা। তবুও ডানপাশটার চেয়ে এটা বেশী সচল।
এই ব্যাথাটা যে দিয়ে গেছে সে কি জানে, আমার বুকের বামপাশের কষ্ট।
নাজেম আহমেদ [আমার বন্ধু] ,
বি.এন কলজে (ঢাকা)
২৯.০৮.২০০০
Subscribe to:
Post Comments (Atom)
Excellent
ReplyDeleteঅন্নেক ভাল লাগ্ ল
ReplyDeleteSober i thake emon kosto keu bole keu bole na...
ReplyDeleteApni bole oneker kosto mone korie dilen
akar kichu fele asha bytha,,na bola kichu katha,,,niraloye chokh theke jhore pore...
ReplyDeleteamon akta batha amer o asa jaka chila o ami vhol ta pari na ba hoi to vhol ta chi na ai bather prothi bad sudhu niroba choker jol fala .
ReplyDeleteNice
ReplyDeletekotha hobe na... osam sala....
ReplyDelete