
আমরা কি কোনদিন আর কোন কথা বলবো না ?
এরকম পরস্পর মুখোমুখি বসে থেকে থেকে
ছুটে চলা সময়ের ট্রেনে কোনদিন আবার হবো না মুখরিত ?
কোন কথা বলবো না।
আমরা কি কিছুই কবো না আর ?
আকাশের দেহ থেকে ঝ’রে পড়ে সন্ধ্যার আঁধার-
এসো কথা বোলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি,
এই নিঃশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি।
আমাদের প্রিয় কথাগুলো, গল্পগুলো, প্রিয় স্বপ্নগুলো
সেই শৈশবের মতো কতোদিন প্রাণ খুলে বলিনি কোথাও !
আহা, কতোদিন আমরা আমাদের ভালোবাসার কথা বলিনি !
# রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
Khub Valo
ReplyDelete