জোনাকী রাতের শেষে...আশাবাদী ভোর / দিন শেষে রাত আনে...স্বপ্নের'ই ঘোর / এইযে রাত-দিন সীমাহীন...কতো আশা / মনে জাগে কি সোহাগে...কতো না ভালোবাসা... / ...প্রিয়ো দেশ আমার...বাংলাদেশ... / ...জন্মভূমি আমার...প্রিয়ো বাংলাদেশ... (গানঃ পারভেজ)
Wednesday, May 18, 2011
সহজ
আমার এ গান
কোনোদিন শুনিবে না তুমি এসে–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!
ডাকিবার ভাষা
তবুও ভুলি না আমি–
তবু ভালোবাসা
জেগে থাকে প্রাণে!
পৃথিবীর কানে
নক্ষত্রের কানে
তবু গাই গান!
কোনোদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!
# জীবনানন্দ দাস
Subscribe to:
Post Comments (Atom)
osomvob sundor hoisaa :)
ReplyDeletehridoy chue jai...
ReplyDelete