Sunday, October 25, 2009

কোনটা শুভ, কোনটা অশুভ, তা দেখিয়ে দেওয়া...


অনেকে যুক্তিবিচারকে তেমন শ্রদ্ধার নজরে দেখতে চান না। তাদের ধারণা, তা গভীরতর আবেগের শত্রু। কিন্তু তা সত্য নয়। যুক্তিবিচার সম্বন্ধে ভুল ধারণার ফলেই এই মনোভাবের সৃষ্টি। যুক্তিবিচারের কাজ আবেগের গলায় দড়ি পরানো নয়, অশুভ আবেগের গতি রোধ করা। সে আবেগের শত্রু নয়, বন্ধু। মানুষের ভিতরে অমৃত ও বিষ উভয়ই আছে। যুক্তিবিচারের কাজ কোনটা শুভ, কোনটা অশুভ, তা দেখিয়ে দেওয়া।

== সুখ [পাপসচেতনতা] ==
# বার্ট্রান্ড রাসেল
অনুবাদঃ মোতাহার হোসেন চৌধুরী

Thursday, October 22, 2009

Beloved, You must have found countless like me...

There is some reason.
...That I am enjoying my life like this.
What is in the breeze?
...That a slight intoxication has entered me.

Don't ask what has happened to me.
...Coming in your path.
Don't ask what I will get.
...Coming in your arms.

This love gives you a glimpse of heaven.
O God!
This love gives you a glimpse of heaven.

I have broken all the bondages of the world.
...I won't break my promise.
You are half the part of the tale of my heart.
...I am the other half, beloved.

Look, what has happened to me.
...Lost in your memories.
Don't ask what has happened to me.
...Living in your talks.

This love gives you a glimpse of heaven.
O God!
This love gives you a glimpse of heaven.

You must have found countless like me, beloved.
...But I found only you.
You are the blossoming smile on my lips.
...My complaint is you too.

Look what has happened to me.
...Bringing you in my dreams.
Don't ask what has happened to me.
...Believing your talks.

This love gives you a glimpse of heaven.
O God!
This love gives you a glimpse of heaven.

-=*=--=*=--=*=--=*=--=*=--=*=--=*=--=*=--=*=-
Song : Yeh Ishq Hai
Movie : Jab We Met (2007) [Hindi]
Detail : http://www.imdb.com/title/tt1093370/

Tuesday, October 20, 2009

চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ....

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।

# সুকান্ত ভট্টাচার্য

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,....

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর -
চির-উন্নত মম শির!

# কাজী নজরুল ইসলাম

সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;...


একদিন — একরাত করেছি প্রেমের সাথে খেলা!
এক রাত — এক দিন করেছি মৃত্যুরে অবহেলা
এক দিন — এক রাত তারপর প্রেম গেছে চলে —
সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে
তাহারও ফুরাল রাত! তাড়াতাড়ি পড়ে গেল বেলা
প্রেমেরর ও যে! — এক রাত আর এক দিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে
এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;

# জীবনানন্দ দাশ

খুঁজিব কি তারে —


কোনো এক অন্ধকারে আমি
যখন যাইব চলে — আরবার আসিব কি নামি
অনেক পিপাসা লয়ে এ মাটির তীরে
তোমাদের ভিড়ে!
কে আমারে ব্যথা দেছে — কে বা ভালোবাসে —
সব ভুলে, শুধু মোর দেহের তালাসে
শুধু মোর স্নায়ু শিরা রক্তের তরে
এ মাটির পরে
আসিব কি নেমে!
পথে পথে — থেমে — থেমে — থেমে
খুঁজিব কি তারে —
এখানের আলোয় আঁধারে
যেইজন বেঁধেছিল বাসা!

# জীবনানন্দ দাশ

কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে....


হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে ঘুরে ঘুরে
কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে;
ফলন্ত ধানের গন্ধে — রঙে তার — স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ;
রাগ কেহ করিবে না — আমাদের দেখে হিংসা করিবে না কেহ।
আমাদের অবসর বেশি নয — ভালোবাসা আহ্লাদের অলস সময়
আমাদের সকলের আগে শেষ হয়
দূরের নদীর মতো সুর তুলে অন্য এক ঘ্রাণ — অবসাদ –
আমাদের ডেকে লয় — তুলে লয় আমাদের ক্লান্ত মাথা — অবসন্ন হাত।

# জীবনানন্দ দাশ

আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–


শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!’
এই বলে ফিরে আমি আসিলাম ঘরে;
তারপর কতবার চাঁদ আর তারা,
মাঠে মাঠে মরে গেল, ইদুর — পেচাঁরা
জোছনায় ধানক্ষেতে খুঁজে
এল-গেল। –চোখ বুজে
কতবার ডানে আর বায়ে
পড়িল ঘুমায়ে
কত-কেউ! — রহিলাম জেগে
আমি একা — নক্ষত্র যে বেগে
ছুটিছে আকাশে
তার চেয়ে আগে চলে আসে
যদিও সময়–
পঁচিশ বছর তবু কই শেষ হয়!–

# জীবনানন্দ দাশ

দারুচিনি দ্বীপের পানে...


কান্নার সাত তারে সুর তুলি, আবার হাসবো বলে...
বেদনার অতলে ডুবে, তোমাকে আবারো ছুয়ে যাবার স্বপ্ন দেখি এখনো
বিকেলের মোম আলোয় তোমাকে দেখবো...
বাস্তব সংকচের মাথায় ঘোল ঢেলে দাড়াব পাশে তোমার...
জানি যদিও তুমি চাইছো ছুতে আমায়, বাহানার অভিনয়ে ধরবো ঐ হাত দুটি....
মুখমুখি বসতে চেয়েছিলে তুমি, কিন্তু হাটবো আমি...তোমায় পাশে নিয়ে
দিগন্তের পথে...
দারুচিনি দ্বীপের পানে...