জোনাকী রাতের শেষে...আশাবাদী ভোর / দিন শেষে রাত আনে...স্বপ্নের'ই ঘোর / এইযে রাত-দিন সীমাহীন...কতো আশা / মনে জাগে কি সোহাগে...কতো না ভালোবাসা... / ...প্রিয়ো দেশ আমার...বাংলাদেশ... / ...জন্মভূমি আমার...প্রিয়ো বাংলাদেশ... (গানঃ পারভেজ)
Sunday, October 25, 2009
কোনটা শুভ, কোনটা অশুভ, তা দেখিয়ে দেওয়া...
অনেকে যুক্তিবিচারকে তেমন শ্রদ্ধার নজরে দেখতে চান না। তাদের ধারণা, তা গভীরতর আবেগের শত্রু। কিন্তু তা সত্য নয়। যুক্তিবিচার সম্বন্ধে ভুল ধারণার ফলেই এই মনোভাবের সৃষ্টি। যুক্তিবিচারের কাজ আবেগের গলায় দড়ি পরানো নয়, অশুভ আবেগের গতি রোধ করা। সে আবেগের শত্রু নয়, বন্ধু। মানুষের ভিতরে অমৃত ও বিষ উভয়ই আছে। যুক্তিবিচারের কাজ কোনটা শুভ, কোনটা অশুভ, তা দেখিয়ে দেওয়া।
== সুখ [পাপসচেতনতা] ==
# বার্ট্রান্ড রাসেল
অনুবাদঃ মোতাহার হোসেন চৌধুরী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment