জোনাকী রাতের শেষে...আশাবাদী ভোর / দিন শেষে রাত আনে...স্বপ্নের'ই ঘোর / এইযে রাত-দিন সীমাহীন...কতো আশা / মনে জাগে কি সোহাগে...কতো না ভালোবাসা... / ...প্রিয়ো দেশ আমার...বাংলাদেশ... / ...জন্মভূমি আমার...প্রিয়ো বাংলাদেশ... (গানঃ পারভেজ)
Wednesday, May 18, 2011
সহজ
আমার এ গান
কোনোদিন শুনিবে না তুমি এসে–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!
ডাকিবার ভাষা
তবুও ভুলি না আমি–
তবু ভালোবাসা
জেগে থাকে প্রাণে!
পৃথিবীর কানে
নক্ষত্রের কানে
তবু গাই গান!
কোনোদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!
# জীবনানন্দ দাস
Monday, January 24, 2011
একসাথে নাকি...এককভাবে...??
@AIICT Friends : 1st February ekta event'er daWat asE. ke ke jaNo, replay koro..? [if you want to make a decision together , replay. if you think, your way of thinking is different, welcome. do yourself. no-one force you to do it together. thanks]
Friday, January 14, 2011
Thursday, January 6, 2011
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশী আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাহাদের হৃদয়।
# জীবনানন্দ দাস
Subscribe to:
Posts (Atom)